আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হ্যান্ডকাফ সহ পলিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অপরাহ্ণে তাদের থানায় নিয়ে আসা হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে গত মাসের ০৫ জানুয়ারি বিকল আনুমানিক সাড়ে ৫ টার সময় ১৬২০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক হওয়া মাদক কারবারি দম্পতি ভূরুঙ্গামারী আরাজি পাইকডাঙ্গা এলাকার হাফিজুল(২২) ও সমেলা বেগম (২০) দ্বয়কে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আসামীদের আত্মীয়-স্বজন ও উশৃংখল জনতা আসামীসহ পুলিশকে আটক করে হ্যান্ডকাপ সহ আসামীদ্বয়কে পালিয়ে যেতে সহায়তা করে।
এ বিষয়ে পরবর্তীতে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ যার ০৬ জানুয়ারি ২০২৫ এর মামলা নং- ০৩।
মামলা রুজুর পর গোপন তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখ হ্যান্ডকাফ উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অনুসন্ধান অব্যহত থাকে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, মামলা রুজুর সাথে সাথে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর তদারকিতে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলামের সুচারু তদন্ত ও অনুসন্ধানে চট্টগ্রাম মেট্রোপলিটন চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা দ্বয়কে গ্রেফতার পূর্বক অদ্য ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অপরাহ্ণে থানায় নিয়ে আসা হয়। যথা নিয়মে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রিন্ট