সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মদাপুরের গান্ধীমারা বাজারে অনুষ্ঠিত কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহবায়ক আইউবুর রহমান আয়ুব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী। এতে অন্যন্যের মধ্যে জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কেএম জিয়াউল হাচান আরিফ, আবুল কালাম আজাদ, মোঃ হারুনুর রশিদ হারুন, শাহ মোঃ আলমগীর, আঃ রাজ্জাক, দাউদুল ইসলাম জ্যোতি, মনজুরুল আলম মঞ্জু, জেলা সদস্য শাহ আলম মিয়া, মোঃ মমিন শেখ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম বিটু, আনিচুর রহমান আনিচ, কালুখালী উপজেলার কৃষক দলের আঃ রশিদ নাঈম, এ্যাডঃ ফজলুর রহমান, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সাঈদুর রহমান প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর থেকে দুর্ভিক্ষ কবলিত দেশে সবুজ বিপ্লব শুরু হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। খাদ্য শস্য বিদেশে রপ্তানি হয়।
প্রিন্ট