খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে স্কুল ছুটির পর বাড়িতে ফেরা হলো না শিশু আছিয়ার। নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়ির ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আছিয়া খানম নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামের মো: ফারুক মোল্যার মেয়ে। সে সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইল জেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, আইনগত পক্রিয়া শেষে শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট