মধুখালী উপজেলার বাগাট এম এম একাডেমির তিনদিন ব্যাপী ৪,৫,৬ ফেব্রয়ারী ৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনুষ্ঠানের সভাপতি আঃ রহিম ফকিরের সভাপতিত্বে ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী ফকির এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি আঃ রহিম ফকির।
এসময় অনুষ্ঠানে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও এম এম একাডেমির পরিচালক জাহিদুর রহমান টিপু, বাগাট ইউনিয়নের বিএনপির সভাপতি হাবিবুর রহমান খাঁন লালি, বাগাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান ঝন্টু, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার, বাগাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবার আলী মাস্টার, মধুখালী উপজেলা বিএনপির সদস্য আবির হোসেন আবু, উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, বাগাট ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি জাকির ফকির সার্বিক ব্যবস্থাপনায় এম এম একাডেমির প্রধান শিক্ষক মোঃ রাজিবুল ইসলাম (রাজিব) মধুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইনামুল খন্দকার প্রমুখ।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট