সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে সন্ত্রাস ও মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার জিয়া সাইবার ফোর্স এর রাজবাড়ী শাখা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির নেতৃত্ব দেন জিয়া সাইবার ফোর্স এর রাজবাড়ী শাখার সহসাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউনিয়ন ছাত্রদল নেতা আনিসুর রহমান কাঞ্চন। কর্মসুচিতে ছাত্র নেতা মনির বিশ্বাস, শরিফুল ইসলাম, সুজন মাহমুদ, কাউসার বিশ্বাস, আনোয়ার হোসেন, ফজলে রাব্বি, রাকিবুল ইসলাম, অনিক আহমেদ, মো: সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে বক্তব্য প্রদানকালে ছাত্রদল নেতা আনিসুর রহমান কাঞ্চন বলেন, সারাদেশের ন্যায় মৃগী ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীরা সন্ত্রাস ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তিনি এই কর্মকান্ডের নিন্দা ও বন্ধের দাবী জানান।
প্রিন্ট