মোঃ হুমায়ুন কবির, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার মধ্যরাত দেড়’টার দিকে ইয়াবা বিক্রির গোপন সংবাদ পেলে এস আই মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল ঢেউখালী ইউনিয়নের রাম সুন্দর ডাঙ্গী গ্রামের মোঃ ফরহাদ বেপারী(৩৫) এর বাড়িতে অভিযান চালায়।
পুলিশের ভাষ্যমতে, ওই সময় ফরহাদের শরীরে ও পরিহিত জ্যাকেটের ভিতরে তল্লাশী চালিয়ে প্যাকেটকৃত অবস্থায় থাকা ২৫০টি ইয়াবা বড়ি জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়। সে ওই এলাকার মৃত ইসলাম বেপারীর পুত্র।
সদরপুর থানায় আটককৃত বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে সদরপুর থানার এস আই মোঃ মামুনুর রশিদ জানান, মামলা দায়ের শেষে আসামীকে থানা হাজত থেকে ফরিদপুর কোট আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট