ঢাকা , শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

হিম উৎসবে কাওয়ালী গানে মুগ্ধ দর্শক

হিম উৎসবের দ্বিতীয় দিনে কাওয়ালী গানের পরিবেশন দর্শকদের মুগ্ধ করেছে। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী চলমান টাইকুন হিম উৎসবের অংশ হিসেবে শুক্রবার রাতে জনপ্রিয় কাওয়ালী দল সিলসিলা এক চমকপ্রদ কাওয়ালী পরিবেশন করে। ফরিদপুরে এ ধরনের কাওয়ালী পরিবেশন প্রথম হওয়ায় সন্ধ্যা থেকেই দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া।

 

উৎসবের শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হয়। এদিন একক অভিনয়, রেম্প শো এবং ব্যান্ড সংগীতও পরিবেশন করা হয়। তবে, গতকালের মূল আকর্ষণ ছিল সিলসিলা কাওয়ালী দল। দলের সদস্যরা আবিদ, রাফি, হৃদয়, অন্তম, রাইয়ান ও পার্থিব সহ একে একে কাওয়ালী গান পরিবেশন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল “আল্লাহ আল্লাহ”, “দমাদম মাসত ক্যালেন্ডার”, “হর দো গোলি ইয়া মোহাম্মদে”, “ইয়ে মেরে জোহরা কাভি” সহ আরও অনেক প্রিয় কাওয়ালী গান।

 

এ সময় বিভিন্ন শ্রেণির দর্শক তাদের হাততালি দিয়ে উৎসাহিত করেন এবং মনোমুগ্ধকর নাচের পরিবেশনও চলে। সিলসিলা ব্যান্ডের সদস্যরা জানান, ফরিদপুরে তাদের এই প্রথম কাওয়ালী পরিবেশন করতে এসে তারা আনন্দিত। তারা ভবিষ্যতেও এখানে আসতে চান।

 

উৎসবের আয়োজকরা জানান, আগামীদিনে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তারা আশা করছেন মেলার সময় আরও বাড়ানো হবে, যা ফরিদপুরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সরকারি গাছ কাটা ব্যক্তিদের গ্রেপ্তার করেও ছেড়ে দিচ্ছে উপজেলা প্রশাসন

error: Content is protected !!

হিম উৎসবে কাওয়ালী গানে মুগ্ধ দর্শক

আপডেট টাইম : এক ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

হিম উৎসবের দ্বিতীয় দিনে কাওয়ালী গানের পরিবেশন দর্শকদের মুগ্ধ করেছে। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী চলমান টাইকুন হিম উৎসবের অংশ হিসেবে শুক্রবার রাতে জনপ্রিয় কাওয়ালী দল সিলসিলা এক চমকপ্রদ কাওয়ালী পরিবেশন করে। ফরিদপুরে এ ধরনের কাওয়ালী পরিবেশন প্রথম হওয়ায় সন্ধ্যা থেকেই দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া।

 

উৎসবের শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা হয়। এদিন একক অভিনয়, রেম্প শো এবং ব্যান্ড সংগীতও পরিবেশন করা হয়। তবে, গতকালের মূল আকর্ষণ ছিল সিলসিলা কাওয়ালী দল। দলের সদস্যরা আবিদ, রাফি, হৃদয়, অন্তম, রাইয়ান ও পার্থিব সহ একে একে কাওয়ালী গান পরিবেশন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল “আল্লাহ আল্লাহ”, “দমাদম মাসত ক্যালেন্ডার”, “হর দো গোলি ইয়া মোহাম্মদে”, “ইয়ে মেরে জোহরা কাভি” সহ আরও অনেক প্রিয় কাওয়ালী গান।

 

এ সময় বিভিন্ন শ্রেণির দর্শক তাদের হাততালি দিয়ে উৎসাহিত করেন এবং মনোমুগ্ধকর নাচের পরিবেশনও চলে। সিলসিলা ব্যান্ডের সদস্যরা জানান, ফরিদপুরে তাদের এই প্রথম কাওয়ালী পরিবেশন করতে এসে তারা আনন্দিত। তারা ভবিষ্যতেও এখানে আসতে চান।

 

উৎসবের আয়োজকরা জানান, আগামীদিনে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তারা আশা করছেন মেলার সময় আরও বাড়ানো হবে, যা ফরিদপুরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


প্রিন্ট