মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
“পিঠা খাই সংস্কৃতি জাগাই” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীর দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উৎসব চলে।অনুষ্ঠানে দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টারজান মিয়ার সঞ্চালনায় এবং ৫নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এরকম উৎসব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মনেও আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করবে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ইতিবাচক সংস্কৃতি তৈরি করে”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল আকন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতিশ কুমার দাস, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার জলি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
পিঠা উৎসবে বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের তৈরি পিঠার স্টলগুলোতে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠার সাথে নতুন স্বাদের পিঠাও স্থান পেয়েছে।উৎসবের শেষপর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
প্রিন্ট