সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার দুটি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
শনিবার উপজেলার সদর বাজার ও চরহাজীগঞ্জ বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও ত্রান কর্মকর্তা (অ:দা:)এস এম ইমাম রাজী টুলু।
অভিযানে অন্যান্যরা হলেন চরভদ্রাসন থানার এস আই মোঃ ইলিয়াস ও চার পুলিশ কনস্টেবল।জানা যায় চলমান লকডাউনের মধ্যে সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যাবসাপ্রতিষ্ঠান খোলা ও জনসমাগম রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সদর বাজারে ৬টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১৮শত টাকা ও চরহাজীগঞ্জ বাজারে ১জন হোটেল ব্যাবসায়ীকে ২শত টাকাসহ মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
দোকান গুলো হচ্ছে সদর বাজারের মোল্যা মেশিনারীজকে ২শত টাকা,শ্যামল কসমেটিক্স ৫শত টাকা,সাহেব আলী চায়ের দোকান ২শত টাকা ও আমান মেডিক্যাল হলকে ২শত টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ৭শত টাকাসহ একইদিন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে আইন অমান্য করে হোটেল খোলা রাখার দায়ে আরও ২শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।অভিযানে জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিস্পত্তি দেখানো হয় বলে জানায় সংশ্লিষ্টরা।
প্রিন্ট