মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু’র প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় দৌলতপুর উপজেলা মডেল মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাক, সদস্য সাইদুর রহমান, সাইদুল আনাম, আতিয়ার রহমান ও নাজমুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান সহ দৌলতপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।
বিশেষ দোয়া পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জানুয়ারি দৌলতপুর প্রেসক্লাবের একাধিকবার নির্বাচিত হয়েছেন।
প্রিন্ট