রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মিয়াকে হত্যার চেষ্টায় কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক কারবারি শাহীন ও তার লোকজন। শনিবার রাতে উপজেলার পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে যুবদল নেতা হানিফের উপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে আজ ৫ জানুয়ারী রবিবার বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার, স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার বিকালে পাড়াগাও এলাকার ফাঁর্নিচার ব্যবসায়ী রাসেল মিয়ার কাছে মাদক ব্যবসায়ী শাহীন চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় সে।
বিষয়টি রাসেল মিয়া যুবদল নেতা হানিফকে জানালে হানিফ শাহীনকে জিজ্ঞাসা করলে এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনসহ তার লোকজন পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হানিফকে গুরুতর জখম করে। হানিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে যুবদল নেতা হানিফকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি শাহীনসহ তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার বেলা ১১ টারদিকে মুড়াপাড়া- ভুলতা সড়কের পাড়াগাঁও এলাকায় বিক্ষোভ করে স্থানীয় যুবদলের নেতাকর্মী ও এলাকাবাসী।
প্রিন্ট