মুজিববর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার প্রতিপাদ্যে ভেড়ামারার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান,উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার(৩০জুন) সকাল ১১টার সময় কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।
বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বনাথ পাল উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রমূখ। ভেড়ামারা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম জানান, ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৩৭০ জন কৃষককে ২০/২১ অর্থ বছরে খরিফ-২/২০২১-২০২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় আমন ধান( উফশীও হাইব্রীড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উফশী প্রত্যেকে ১ বিঘা রোপা আমন ধান চাষের জন্য ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট), ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ)। হাইব্রীডের জন্য২কেজি ধানবীজ ও ২০ কেজি ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট), ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ)। বিনামূল্যে কৃষকদেও মাঝে বিতরণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু বলেছেন, কৃষকের অবস্থার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার কৃষকদের মাঝে বীজ, সার, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে।
উপকারভোগী কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কোনো কৃষি জমি পতিত রাখা যাবে না। সারা বছর বিভিন্ন প্রকার ফসল অধিক পরিমানে ফলাতে মনোযোগী হতে হবে। দেশে বর্তমানে করোনাভাইরাসের অধিকতর সংক্রামক ভ্যারিয়েন্টের সংক্রমণ চলছে। এজন্য পূর্বের তুলনায় অধিকতর মনোযোগী হয়ে সবাইকে মাস্ক পরিধান, নিয়মিত হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রিন্ট