রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে রাস্তা নির্মাণ ও বালু উত্তোলনের দায়ে দুইজন ঠিকাদারকে ২.৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে লালপুর তেলপাম্প সংলগ্ন পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঠিকাদার রবিউল ইসলামকে ১.৫ লাখ টাকা এবং ঠিকাদার সুইটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে রাস্তা তৈরি ও বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন – ২০১০’ এর আওতায় দুইজন ঠিকাদারকে ২.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।”
উল্লেখ্য, এলাকাবাসী দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছিলেন। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
প্রিন্ট