ফরিদপুরের মধুখালীতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলের উদ্যোগে ফরিদপুর জেলা পরিষদ হতে প্রাপ্ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ,সাবান ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মধুখালী মরিচ বাজারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী ও ইউরিয়ন পরিষদের সদস্যদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট পাউডার ও সাবান বিতরণ করা হয়।
এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল উপস্থিত থেকে উপজেলার কোরকদী, গাজনা, রায়পুর, জাহাপুর সহ ৬ টি ইউনিয়নের মধ্যে ৪শ প্যাকেট করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
প্রিন্ট