তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা জামতলি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ১ নং মেরুং ইউনিয়নের জামতলি ছাত্রাবাস সংলগ্ন কবরস্থানের পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া (৩০) মেরং ইউনিয়নের জামতলির হেডম্যানপাড়া এলাকার জামাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় রশি অবস্থায় গাছে ঝুলন্ত লাশ দেখা যায় । আর এরকম অবস্থার কারণে হত্যা না আত্মহত্যা তা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের।
পরবর্তীতে ঘটনাস্থলে দীঘিনালা থানা কর্তৃক পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এবং প্রাথমিকভাবে ধারনা করেন পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, পুলিশ খবর পেয়ে নিহত যুকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে তার ছোট ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করেছে।
প্রিন্ট