নোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা এলাকার দক্ষিণ বাজারের খালপাড়ে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর একটি অভিযানে একটি পরিত্যক্ত দৌচালা ঘর থেকে একটি পাইপগান, ৬টি তাজা গুলি এবং ২টি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। তবে, এ সময় অভিযানে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঘটনার বিস্তারিত সম্পর্কে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ দুপুরে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনবাগ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে সেনবাগ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা এলাকার জনৈক মো. মানিকের পরিত্যক্ত দৌচালা টিনের ঘর থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬টি তাজা কার্তুজ এবং ২টি বড় ছোরা।
আরও পড়ুনঃ ভেড়ামারায় বালুমহল দখলে আমার কোন সম্পৃক্ততা নেইঃ -সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলম
উদ্ধারকৃত অস্ত্র-গুলি এসআই আব্দুস সালাম সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় কোনও ব্যক্তিকে আটক করা হয়নি। বর্তমানে সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টির তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন থানার ওসি।
প্রিন্ট