ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় বালুমহল নিয়ে সৃষ্ট বিরোধে তার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভেড়ামারা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
আজ ১৮ই ডিসেম্বর বুধবার ভেড়ামারা থানা বিএনপির কার্যালয়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।
সাবেক ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র এডভোকেট তৌহিদুল ইসলাম আলম আরো বলেন, একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে বারবার বিভিন্ন অপবাদ দিয়ে জনপ্রিয়তা খর্ব করতে চাই। আমি কোনদিনই অস্ত্রের রাজনীতি করি নাই। ১৯৭৯ সাল থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কোনদিনই চাঁদাবাজির সাথে যুক্ত ছিলাম না।
গতকাল ১৭ই ডিসেম্বর ভেড়ামারা উপজেলায় বালিরঘাট নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে দুপক্ষেই বিএনপির নেতাকর্মী থাকতে পারে। কোন পক্ষের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
৫ ই আগস্টের পর আমি আজ পর্যন্ত বালিরঘাটের আশেপাশে যায় নাই।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ছাড়াও উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট