ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা সাতবাড়ীয়া উত্তর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের (৪৮) কে পেটানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মহান বিজয় দিবস উপলক্ষে, যখন বিএনপি (ফরিদা গ্রুপ) সাতবাড়িয়া নেতাদের দাওয়াত না দেওয়ার অভিযোগে সন্ত্রাসীরা প্রধান শিক্ষকের ওপর হামলা চালায়।
ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানায়, সকাল ৮টায় বিএনপির ফরিদা ইয়াসমিন গ্রুপের নেতা মোস্তাক আহমেদ মিন্টুর নেতৃত্বে কিছু বিএনপি নেতা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে বিদ্যালয়ে আসেন। পরে সকাল ৯টায়, বিএনপির মূল ধারার নেতা ও ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার তার লোকজনসহ পুস্পস্তবক অর্পণ করতে বিদ্যালয়ে আসেন। ফুল দিয়ে সম্মান জানিয়ে প্রধান শিক্ষক আবু তাহের তাদের অফিস কক্ষে নিয়ে আসেন এবং আপ্যায়ন করেন।
এ সময় খবর পেয়ে ফরিদা ইয়াসমিন গ্রুপের নেতা মোস্তাক আহমেদ মিন্টু, সোহেল, সুজনসহ কয়েকজন সন্ত্রাসী প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে তাদের কেন দাওয়াত দেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে হামলা চালায়। এলোপাতাড়ি পেটানোর ফলে প্রধান শিক্ষকের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। হামলার পর সন্ত্রাসীরা তাকে কক্ষে আটকে রেখে চলে যায়।
হামলার ঘটনা জানাজানি হলে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ভেড়ামারা-দৌলতপুর সড়ক অবরোধ করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
পরে প্রধান শিক্ষককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতারা এবং শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু জানান, সন্ত্রাসী মিন্টু ও সোহেল নেতৃত্বে প্রধান শিক্ষক আবু তাহেরের ওপর হামলা চালায়।
আরও পড়ুনঃ খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
তারা আরও বলেন, “যদি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে।”
প্রিন্ট