ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪১ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে কুষ্টিয়া কালেক্টর চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এরপর জেলার মুক্তিযোদ্ধা, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী এবং সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুনঃ ভেড়ামারায় পুলিশের অভিযানে চা বিক্রেতার মৃত্যু, ৩ পুলিশ আটক, ঘটনার তদন্ত শুরু
পরবর্তীতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রিন্ট