আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
–
আটককৃতরা হলেন—উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরীফুল হকের ছেলে ইকবাল জাহেদী মিজু (৩৫) এবং কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৪)।
–
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৫ জুন) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে সোনাহাট ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, একটি অ্যান্ড্রয়েড ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।
–
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট