মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা জেলার জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঘোড় দৌড় প্রতিযোগিতা। শেহলাডাঙ্গার দক্ষিণ পাড়া বিলের মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাজারো দর্শকের উপস্থিতিতে আনন্দের জোয়ার বইয়ে যায়।
বুধবার বিকেল ৩টায় শুরু হয় ঘোড় দৌড় প্রতিযোগিতা এবং রাত ৯টায় অনুষ্ঠিত হয় যাত্রা সংগীত অনুষ্ঠান। “হই হই কান্ড, রৈ রৈ ব্যাপার” শ্লোগানে উপস্থিত জনতা মাতোয়ারা হয়ে ওঠে। এই অনুষ্ঠানে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু হিরেন্দ্রনাথ, ঢাকা থেকে আগত রিনা খাতুন এবং ফরিদপুর থেকে আগত রেশমা খাতুন যাত্রা সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উল্লাস সৃষ্টি করে।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেহলাডাঙ্গা গ্রামের স্থানীয় ব্যক্তিরা, যেমন মাহফুজার, সাহেব আলী, রিপন, বিকু, নাজমুল, সোহেল, বাবলু, রিপাউল, জাহাঙ্গীরসহ আরও অনেকে।
প্রতিযোগিতার ফলস্বরূপ:
- প্রথম স্থান অধিকার করেন নড়াইল জেলার সদর উপজেলার বিখালি ইউনিয়নের রাখালী গ্রামের মিজান, যাকে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মোবাইল ফোন।
- দ্বিতীয় পুরস্কার লাভ করেন মাগুরা জেলার লক্ষ্মীপুর, জগদল ইউনিয়নের রাজিব, যাকে দেওয়া হয় একটি গিফট হ্যামপার।
- তৃতীয় পুরস্কারটি লাভ করেন লক্ষ্মীপুর গ্রামের পাকরুল বিশ্বাস, যেকেও দেওয়া হয় একটি গিফট হ্যামপার।
- এছাড়া, অন্যান্য তিনজনকে সান্তনা পুরস্কার হিসেবে দেওয়া হয় গেঞ্জি।
আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
এই আয়োজন ছিল স্থানীয়দের জন্য এক মলিন দিক থেকে আনন্দমুখর উপলক্ষ্যে পরিণত হয়, যা এলাকায় সামাজিক ঐক্য এবং সংস্কৃতির এক সুন্দর নিদর্শন হিসেবে কাজ করেছে।
প্রিন্ট