ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান Logo ফরিদপুরে শিশু হত্যাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা Logo নাটোরের বাগাতিপাড়ায় চিরকুট লিখে মিটার চুরি, টাকা দেওয়ার ১৫ মিনিটের মধ্যে ফেরত Logo বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo রূপগঞ্জে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের Logo সেনবাগে পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলো গ্রেফতার Logo খোকসায় আনন্দলোক ট্রাস্টের উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জে ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যার পর পুলিশের কাছে বাবার আত্নসমর্পণ Logo মাগুরা জগদল ইউনিয়নের শেহলাডাঙ্গায় ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাগুরাতে বাল্যবিবাহ প্রতিরোধে রেডকার্ড নিয়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, প্রাণঘাতী অস্ত্র না ব্যবহারের আশ্বাস

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একমত পোষণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

 

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন উদয়নগর বিওপি সীমান্তের ওপারে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের জলঙ্গী ক্যাম্পের কাছে (ভারতের অভ্যন্তরে) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। এতে বিজিবির পক্ষে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উপ-অধিনায়ক মনোহর লাল নেতৃত্ব দেন।

 

বৈঠকে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও ঐকমত্য পোষণ করেন তারা। সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বিএসএফ একমত পোষণ করেছে। এ ছাড়া, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও অবৈধ অস্ত্র যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিএসএফের কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে বিএসএফের জনবল বৃদ্ধির কারণ জানতে চাইলে বিএসএফ কমান্ডার নিশ্চিত করেন, জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মূলত মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান আরও কার্যকরভাবে প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসেবে পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে।

 

এরপর, উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণের বিষয়টি উল্লেখ করেন বিএসএফ প্রতিনিধি। তিনি বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন, যেন ভবিষ্যতে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা না হয়। বিদ্যমান ভূমি-বাস্তবতার নিরিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।

 

মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারি বা দুষ্কৃতকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়েও কথা হয়েছে। এ জন্য বিএসএফ টহল কমান্ডার এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের পরিবর্তে স্থায়ী ও অফিসিয়াল সেলফোন নম্বর আদান-প্রদানের পরামর্শও প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ কমান্ডার একমত পোষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঞ্জুরুল হকের আদর্শকে ধারণ করে জনগণের পক্ষে সাংবাদিকতা করার আহ্বান

error: Content is protected !!

কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক, প্রাণঘাতী অস্ত্র না ব্যবহারের আশ্বাস

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একমত পোষণ করেছে। সোমবার (৯ ডিসেম্বর) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

 

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন উদয়নগর বিওপি সীমান্তের ওপারে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের জলঙ্গী ক্যাম্পের কাছে (ভারতের অভ্যন্তরে) বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলে এই বৈঠক। এতে বিজিবির পক্ষে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফের পক্ষে ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উপ-অধিনায়ক মনোহর লাল নেতৃত্ব দেন।

 

বৈঠকে বিজিবি-বিএসএফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রেখে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও ঐকমত্য পোষণ করেন তারা। সীমান্তে বাংলাদেশিদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার অনুরোধে বিএসএফ একমত পোষণ করেছে। এ ছাড়া, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও অবৈধ অস্ত্র যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিএসএফের কঠোর নজরদারি ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক সীমান্তে বিএসএফের জনবল বৃদ্ধির কারণ জানতে চাইলে বিএসএফ কমান্ডার নিশ্চিত করেন, জনবল বৃদ্ধি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। মূলত মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান আরও কার্যকরভাবে প্রতিরোধ এবং কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতে ভারতের অভ্যন্তরে ১৫০ গজ দূরত্বে কাঁটাতার স্থাপনের প্রস্তুতি হিসেবে পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ কার্যক্রমের জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে।

 

এরপর, উদয়নগর বিওপি সংলগ্ন আতারপাড়া গ্রামের পদ্মা নদীর ভাঙনের ফলে সীমান্তের ১৫০ গজের মধ্যে বসতবাড়ি নির্মাণের বিষয়টি উল্লেখ করেন বিএসএফ প্রতিনিধি। তিনি বিজিবি অধিনায়ককে অনুরোধ করেন, যেন ভবিষ্যতে সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ করা না হয়। বিদ্যমান ভূমি-বাস্তবতার নিরিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক।

 

মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারি বা দুষ্কৃতকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের বিষয়েও কথা হয়েছে। এ জন্য বিএসএফ টহল কমান্ডার এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের পরিবর্তে স্থায়ী ও অফিসিয়াল সেলফোন নম্বর আদান-প্রদানের পরামর্শও প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ কমান্ডার একমত পোষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।


প্রিন্ট