কুষ্টিয়ার ভেড়ামারায় নতুন করোনা রুগী পৌরসভার রথপাড়া এলাকার প্রভাষ সরকার (৬৯) ২৬জুন শনিবার সকাল সাড়ে দশটার সময় মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে ভেড়ামারায় করোনা রুগী মারা গেছে মোট ১৬ জন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল আমীন জানান, ভেড়ামারায় ২৬জুন ২৪ ঘন্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষার ২০ জনের করোনা পজিটিভ। ভেড়ামারায় শনাক্তের হার ৩০ দশমিক ৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা ফলাফলে গত ৫দিনে পজিটিভ শনাক্ত হয়েছে ১৫৪ জনের। গত পাঁচ দিনে ভেড়ামারায় করোনা রুগী মারা গেছে মোট ১৬ জন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে ভেড়ামারায় এক সপ্তাহের লকডাউন চলছে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ এখানে কমাছে না। বরং দিনদিন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
প্রিন্ট