গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ডিসেম্বর দুপুরে উপজেরা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেরন অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা মহিলা দলের আয়োজনে, উপজেরা মহিলা দলের সভাপতি লৎফুন নাহার শিউলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক যুগ্ন আহবায়ক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, জিয়া পরিষদের সভাপতি খোন্দকার রফিকুদ্দৌলা বাবলু, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি ফারজানা ইয়াসমীন ডেইজী, সহ সভাপতি মমতাজ বেগম, সাহেরা খাতুন, মরিয়ম কাজী, সাধারন সম্পাদক ইয়াসমীন আরা প্রিয়া, সাংগঠনিক সম্পাদক রাজিয়া বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
মহিলা দলের মিতা আক্তারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনিয়া আক্তার স্মৃতি।
সম্মেলনে ১ম পর্বে আলোচনা সভা শেষে ২য় পর্বে নতুন কমিটিতে লৎফুন নাহার শিউলীকে সভাপতি,সিনিয়র সহ সভাপতি মমতাজ পারভীন, নাজমা আক্তার, সাধারন সম্পাদক প্রিয়া আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক নারগিস নাহার, সাংগঠনিক সম্পাদক পারুল পারভীনের নাম ঘোষনা করেন জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।
প্রিন্ট