পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ধুলাউড়ি ও পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের সোহেল রানার দেড় বছরের ছেলে আবির এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের দেড় বছরের ছেলে মাসুম।
মৃত শিশু আবিরের দাদা রমজান আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে খেলতে গিয়ে শিশু আবির পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী জানান, দুপুর ১২টার দিকে শিশু মাসুম সবার অগোচরে বাড়িরে পাশের খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে খালের পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিন্ট