আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ড্রেনের পাশ থেকে কামরুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নাচোলের হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে ড্রেনের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুলের বাড়ি নাচোল উপজেলার সূর্যপুর গ্রামে। তিনি নাচোল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে পথচারীরা ড্রেনের পাশে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মরদেহের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। তিনি খুন হয়েছেন কিনা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।
প্রিন্ট