শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে ১০টা ১৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়। বেলা ১১টায় বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মাহবুবুল রহমান।
বেলা সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ও উদযাপন কমিটির আহ্বায়ক ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুদ্ধকালীন কমান্ডার, যার নেতৃত্বে খোকসা হানাদার মুক্ত হয়েছিল, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান বলেন, “পাকিস্তানিরা কখনো আমাদের অধিকার দেয়নি, তারা সবসময় আমাদের শাসন ও শোষণ করেছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, আজ ৫৩ বছরেও তা অর্জিত হয়নি। বিগত দিনে আওয়ামী লীগ সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, ফলে দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।”
তিনি আরো বলেন, “৫ তারিখে হাসিনা সরকারের পতনের পরও তারা বিভিন্নভাবে ভারত সরকারের সঙ্গে মিলে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোন মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।” তিনি দেশের যেকোনো সংকট মুহূর্তে বীর মুক্তিযোদ্ধা সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় ট্রাকে চেপে ডাকাত এসে লুটে নিল ৯ দোকানের মালামাল
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
প্রিন্ট