মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাঙ্গা উপজেলায় ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে ভাঙ্গা উপজেলায় বাহারুল আলম বাহার কে সভাপতি এবং মোঃ লাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য কমিটি গঠন করা হয়।
বিজেপির জেলা কমিটির সভাপতি আরিফুর রহিম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণবঙ্গের আহবায়ক ও গোপালগঞ্জ জেলার সভাপতি একরাম আলী ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান রুবেল রিজভী আহমেদ রুবেল, শরিফুল ইসলাম সোহান, আরিফুজ্জামান প্রিন্স, মোঃ শরীফ হোসেন, প্রমূখ।
সভায় বক্তারা বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এবং ফরিদপুরে বিজেপির কর্মকাণ্ডে গতি আনার জন্য এবং সংগঠন শক্তিশালী করত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রিন্ট