মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির সামলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৯ নভেম্বর) রাতে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন ডোবরা পীর সাহেবের পুত্র আলহাজ্ব মাওলানা মো. জোবায়ের বিন নাসের।
বিশেষ অতিথি হিসেবে পাংশা শাহ জুঁই (র.) কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মো. মাহবুবুর রহমান ও মাওলানা হুজাইফা মাহফিলে ওয়াজ পেশ করেন। হালকায়ে জিকির পরিচালনা করেন মাওলানা মো. জহুরুল ইসলাম।
মো. আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতা ওয়াজ মাহফিলে শান্তিপূর্ণ পরিবেশে ওয়াজ শুনেন।
ওয়াজ মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ইউপি মেম্বর আব্দুল মজিদ মন্ডল, মো. আব্দুল কুদ্দুস মন্ডল, মো. আতিকুর রহমান, মো. আবুল হাশেম, মো. কোরবান আলী ও মো. ইউসুফ কাজী প্রমূখ। মাগরিবের নামাজের পর শুরু হয়ে রাত ১২টায় ওয়াজ মাহফিল শেষ হয়।
প্রিন্ট