কুষ্টিয়ার ভেড়ামারায় লকডাউন না মানায় মোট ৪৫টি মামলা ৯০হাজার টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার জানান, ভেড়ামারায় গত ২১জুন ঘোষিত এক সপ্তাহ লকডাইন চলছে। আজ চতুর্থ দিন। আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। লকডাউন না মানায় ১৩টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ২১জুন ৮টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা। গত ২২জুন ১৫টি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা। গত ২৩জুন ৯টি মামলায় ২৭ হাজার টাকা। গত ২৪ জুন ১৩টি মামলায় ১৭ হাজার টাকা । গত ৪ দিনে লকডাউন না মানায় বিভিন্ন অপরাধে মোট ৪৫টি মামলায় ৯০হাজার টাকা জরিমানা করা হয়।
লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি এবং করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যক্তিকে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ এবং ‘দন্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
আজ ২৪জুন বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে মাঠে ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন। ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।
প্রিন্ট