নড়াইলে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন করোনায় আক্রান্ত এবং ১ জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে সদরে আক্রান্ত ১, লোহাগড়ায় ১৪,কালিয়া উপজেলায় ৪জন আক্রান্ত হয়েছে এবং নড়াইল সদরে করোনায় আক্রান্ত রোগী ১ জন মৃত্যুবরণ করেছেন।
নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ৩৪ দশমিক ৫৪ভাগ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩৬জন।
এদিকে, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে ৩য় দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লক ডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে । লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে জরুরী পরিসেবা এর আওতায়র বাইরে রাখা হয়েছে। অপরদিকে, করোনা সংক্রামন প্রতিরোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে মঙ্গলবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫৫ জনকে মোট ৭৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রিন্ট