ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝড়ে ভেঙে পড়া দেয়াল কেড়ে নিল ছোট্ট বিথির প্রাণ Logo ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারীপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা Logo গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বাক প্রতিবন্ধীর আত্মহত্যা Logo পাংশায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালনে প্রস্তুতি সভা Logo চার দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির‌ মানববন্ধন Logo ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্ক, দুশ্চিন্তায় উপকূলবাসী Logo ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিতঃ -সেনাপ্রধান Logo মাদারীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পর্যবেক্ষণ করেন ইউএনডিপি’র প্রতিনিধি Logo e-Paper-22.05.2025 Logo কুষ্টিয়ায় সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সদরপুরে প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুরমাতুব্বর ডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের বাড়িতে ঘটেছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা।

 

গত বুধবার দিবাগত রাতে, চোরেরা বাড়ির কেচি গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার সময় আরিফের স্ত্রী ছোট ছেলে-মেয়ে নিয়ে এক রুমে, বোন ও বড় মেয়ে অন্য এক রুমে এবং বাবা-মা আলাদা রুমে ঘুমাচ্ছিলেন।

 

প্রবাসীর মা ফজরের নামাজ পড়তে উঠলে দেখেন ঘরের কেচি গেট খোলা এবং জিনিসপত্র এলোমেলো। পাশের রুমে গিয়ে তিনি দেখেন, ইস্পাতের আলমারি ও সুকেজ ভেঙে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোরেরা।

 

জানা যায়, শেখ মালেক মিয়ার দুই ছেলে, আরিফ হোসেন ও ফরিদুল ইসলাম, দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে তার বড় ছেলে একটি ভবন নির্মাণের কাজ করছেন। সম্প্রতি, তিনি ২ লাখ টাকা পাঠান; যার মধ্যে ১ লাখ টাকা জিনিসপত্র ক্রয়ে এবং ১ লাখ টাকা ঘরে রাখা হয়। মিস্ত্রীদের ১০ হাজার টাকা দেওয়ার পর, বাকি ৯০ হাজার টাকা একটি বান্ডিলে ছিল। স্বর্ণালংকারের মধ্যে ছিল আরিফের বোন ফেন্সি আক্তারের ৩ ভরি ওজনের একটি হার, ১ ভরি ওজনের একটি চেইন এবং ৯ আনা ওজনের একটি কানের দুল।

 

 

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ঝড়ে ভেঙে পড়া দেয়াল কেড়ে নিল ছোট্ট বিথির প্রাণ

error: Content is protected !!

সদরপুরে প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুরমাতুব্বর ডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের বাড়িতে ঘটেছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা।

 

গত বুধবার দিবাগত রাতে, চোরেরা বাড়ির কেচি গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার সময় আরিফের স্ত্রী ছোট ছেলে-মেয়ে নিয়ে এক রুমে, বোন ও বড় মেয়ে অন্য এক রুমে এবং বাবা-মা আলাদা রুমে ঘুমাচ্ছিলেন।

 

প্রবাসীর মা ফজরের নামাজ পড়তে উঠলে দেখেন ঘরের কেচি গেট খোলা এবং জিনিসপত্র এলোমেলো। পাশের রুমে গিয়ে তিনি দেখেন, ইস্পাতের আলমারি ও সুকেজ ভেঙে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোরেরা।

 

জানা যায়, শেখ মালেক মিয়ার দুই ছেলে, আরিফ হোসেন ও ফরিদুল ইসলাম, দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে তার বড় ছেলে একটি ভবন নির্মাণের কাজ করছেন। সম্প্রতি, তিনি ২ লাখ টাকা পাঠান; যার মধ্যে ১ লাখ টাকা জিনিসপত্র ক্রয়ে এবং ১ লাখ টাকা ঘরে রাখা হয়। মিস্ত্রীদের ১০ হাজার টাকা দেওয়ার পর, বাকি ৯০ হাজার টাকা একটি বান্ডিলে ছিল। স্বর্ণালংকারের মধ্যে ছিল আরিফের বোন ফেন্সি আক্তারের ৩ ভরি ওজনের একটি হার, ১ ভরি ওজনের একটি চেইন এবং ৯ আনা ওজনের একটি কানের দুল।

 

 

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


প্রিন্ট