আজকের তারিখ : নভেম্বর ১৭, ২০২৪, ৯:৫৬ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১, ২০২৪, ৩:৫৮ পি.এম
সদরপুরে প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুরমাতুব্বর ডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফ হোসেনের বাড়িতে ঘটেছে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা।
গত বুধবার দিবাগত রাতে, চোরেরা বাড়ির কেচি গেটের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা নগদ টাকাসহ প্রায় ৭ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার সময় আরিফের স্ত্রী ছোট ছেলে-মেয়ে নিয়ে এক রুমে, বোন ও বড় মেয়ে অন্য এক রুমে এবং বাবা-মা আলাদা রুমে ঘুমাচ্ছিলেন।
প্রবাসীর মা ফজরের নামাজ পড়তে উঠলে দেখেন ঘরের কেচি গেট খোলা এবং জিনিসপত্র এলোমেলো। পাশের রুমে গিয়ে তিনি দেখেন, ইস্পাতের আলমারি ও সুকেজ ভেঙে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোরেরা।
জানা যায়, শেখ মালেক মিয়ার দুই ছেলে, আরিফ হোসেন ও ফরিদুল ইসলাম, দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে তার বড় ছেলে একটি ভবন নির্মাণের কাজ করছেন। সম্প্রতি, তিনি ২ লাখ টাকা পাঠান; যার মধ্যে ১ লাখ টাকা জিনিসপত্র ক্রয়ে এবং ১ লাখ টাকা ঘরে রাখা হয়। মিস্ত্রীদের ১০ হাজার টাকা দেওয়ার পর, বাকি ৯০ হাজার টাকা একটি বান্ডিলে ছিল। স্বর্ণালংকারের মধ্যে ছিল আরিফের বোন ফেন্সি আক্তারের ৩ ভরি ওজনের একটি হার, ১ ভরি ওজনের একটি চেইন এবং ৯ আনা ওজনের একটি কানের দুল।
এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha