দীর্ঘদিন সংস্কারের অভাবে টেবুনিয়া হতে বাঘাবাড়ি মহাসড়কের রামচন্দ্রপুর মাদ্রাসামোড় হয়ে কালিবাড়ী পযন্ত সড়কের বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ কারনেই প্রায়সই ঘটছে ছোট বড় দূর্ঘটনা।
রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে একই অবস্থা থাকার কারনে চরম ভোগান্তিতে পড়ছে এ রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন এলাকার মানুষ। মাঝে মাঝেই দেখা যায় সংযোগ সড়কে ট্রাক উল্টে পড়ে আছে।
এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করাতো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।রাস্তাটি আশু সংক্ষার করা না হলে যেকোনো সময় আরো বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাটি দূত সংক্ষারের দাবী জনিয়েছেন এলাকা বাসি।
প্রিন্ট