বরগুনার আমতলী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু এবং আমরা আমতলীবাসী সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে আপন আহম্মেদ ফরহাদ, ফারদিন ইসলাম মুন্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও, আমরা আমতলীবাসী সাধারণ সম্পাদক আল জাবের, মোঃ ইমরান হোসাইন, মিথুন কর্মকার, নুশরাত জাহান ও অর্পিতা প্রমুখ উপস্থিত ছিলেন। সভাটি ২৪ এর বিপ্লবের অর্জনকে ত্বরান্বিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামতের আদান-প্রদান করে।
প্রিন্ট