রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমানের সাথে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ১৭ জুন দুপুরে পাংশা মডেল থানায় সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠন দু’টির নেতৃবৃন্দ। এ সময় প্রথমে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ যুবলীগ নেতৃবৃন্দ নবাগত ওসি মাসুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এরপর পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদারের নেতৃত্বে সহসভাপতি জহুরুল হক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ পাংশা মডেল থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানায়।
নবাগত ওসি মাসুদুর রহমান যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে পরিচিত হন। সমন্বিত প্রচেষ্টায় পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার গুরুত্বারোপ করেন তিনি।
জানা যায়, গত বুধবার ১৬ জুন বিকেলে পাংশা মডেল থানায় যোগদান করেন ওসি মাসুদুর রহমান। এর আগে তিনি পার্শ্ববর্তী কালুখালী থানার ওসি ছিলেন। সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, গত ১৫ জুন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে রাজবাড়ী সদর থানায় বদলী করা হয়। ওসি শাহাদাত হোসেন রাজবাড়ী সদর থানায় যোগদান করেছেন।
প্রিন্ট