“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চলের সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে এলাকায় ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “বুড়িগোয়ালিনী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে, যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়ে চলেছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিকভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে।”
এ সময় স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন এবং কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন।
এছাড়া, গাবুরা ইউনিয়নের গাইনবাড়িতে সিসিডিবি কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠীসহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।
প্রিন্ট