কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাবেক সংসদ সদস্যের নিজ বাসায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে। যাতে আগামী জাতীয় নির্বাচনে মিরপুর-ভেড়ামারার এই আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করতে পারি।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজ, দখলবাজ ও জাতীয়তাবাদী দলের সুনাম যারা নষ্ট করছে তাদের বিএনপিতে স্থান হবে না। এসব কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কেন্দ্রসহ কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে অবহিত করে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, পৌর বিএনপি’র সভাপতি আব্দর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রিন্ট