ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মহা সপ্তমী উপলক্ষে বিভিন্ন পূজা মন্দিরে মায়ের পূজা, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান এবং মহাস্নান অনুষ্ঠিত হচ্ছে।
ভোর পাঁচটা থেকে বেশিরভাগ পূজা মন্দিরে সপ্তমী পূজা সম্পন্ন করা হয়েছে। এই বিশেষ দিনটিতে ভক্তরা দেবীর প্রতি নিজেদের ভক্তি নিবেদন করছেন। বিকেলে বৈকালী পূজা এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতির আয়োজন করা হবে, যা বিশেষভাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে।
পুরোহিত জগদীশ চক্রবর্তী জানান, এই সময়ের পূজা প্রার্থনাপূর্বক শান্তি ও সমৃদ্ধির কামনা করা হচ্ছে। ফরিদপুরবাসী এই আনন্দময় মুহূর্তকে উদযাপনের জন্য প্রস্তুত।
প্রিন্ট