ফরিদপুর মহানগর ও কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের কমলাপুর ময়েজ মনজিলে এ সভাটি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের নির্বাহী কমিটির আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় কুমার রায় এবং অন্যান্য সুধীজন।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলেই একসাথে বসবাস করছে। তারা হিন্দু সম্প্রদায়কে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের আহ্বান জানান। বক্তারা ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান তুলে ধরে বলেন, তার সময়ে হিন্দু সম্প্রদায় উৎসাহের সাথে পূজা পালন করেছে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং বিএনপি শাসনামলে ফরিদপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবারের পূজাতেও তা ঘটবে না।
চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তৃতায় বলেন, “আমার পরিবার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমার বাবা এবং দাদা হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কাজ করেছেন এবং তাদের সুখে-দুখে পাশে থেকেছেন।” তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চয়তা দেন যে, তারা নির্ভয়ে দুর্গাপূজা পালন করতে পারেন। যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ফরিদপুরের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিএনপির নেতৃবৃন্দও সহযোগিতা করবে। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নায়াব ইউসুফকে বিপুল ভোটে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তার নেতৃত্বে একসাথে কাজ করার আহ্বান জানান।
প্রিন্ট