ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য- ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।
দিবসটি উপলক্ষ্যে সদরপুরে ‘উপজেলা বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন কমিটি’র আয়োজনে বণ্যাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
সদরপুর সরকারি কলেজ কর্তৃক টিচার্স কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের প্রফেসর মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মনিরুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো: হাফিজুল ইসলাম, ভূগোল বিভাগের প্রভাষক সালমা আক্তার এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা আজকের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করে বলেন, ‘বাংলাদেশের প্রতিটি দুর্যোগে শিক্ষকেরা জীবনের মায়াকে পরোয়া না করে অন্যায়ের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছেন, জীবন উৎসর্গ করেছেন। কিন্তু এদেশে কখনোই শিক্ষকেরা মর্যাদার আসনে স্থান পাননি। বরং অপমানিত হয়েছেন, নিপিড়ীত হয়েছেন। শিক্ষকের কন্ঠ রোধ করা হয়েছে বিভিন্নভাবে। ফলে দেশও সভ্য সমাজের তালিকায় প্রবেশ করতে পারেনি।
কোন স্তরের শিক্ষা-ই তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। তার অন্যতম কারণ- শিক্ষকের কন্ঠরোধ করে অ-শিক্ষক দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ। দলীয় প্রভাবের বাইরে মত প্রকাশ যেখানে সংকটময়, জাতির জন্য বা দেশের জন্য ‘শিক্ষক সমাজ’ প্রস্তুত হওয়া সেখানে অসম্ভব। তাই, আজকে প্রতিপাদ্যের বিষয়টি কার্যকর হলে শিক্ষকের কণ্ঠস্বর দিয়ে বাস্তবেই শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার বাস্তায়ন সম্ভব।’
প্রিন্ট