কুষ্টিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের নেতৃত্বে জেলা জামায়াতের একটি টিম মঙ্গলবার বিকেলে নিহতদের পরিবারের কাছে যায়। তারা পরিবারগুলার মাঝে নগদ অর্থ তুলে দেন।
প্রতিটি পরিবারের সাথে পৃথক পৃথক ভাবে সাক্ষাৎ করেন জামায়াতের নেতৃবৃন্দ এবং পরিবারগুলোকে সমবেদনা জানান। এ সময় সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা জামাতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, পরিবারগুলা যে ক্ষতি হয়েছে তা কোন ভাবেই পূরন হবার নয়। তবে নিহতের বাবা মা এক প্রকার ভাগ্যবান যে তাদের সন্তানরা বুকে কোরআন নিয়ে মৃত্যুবরন করেছেন। আমরা আপনাদের ভাই, একটু সমবেদনা জানাতে এসেছি একটু পাশে থাকতে এসেছি।
এ সময় নিহত পরিবারগুলার মাঝে নগদ অর্থ তুলে দেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সমস্য এ কে এম আলী মহসিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, কুমারখালী-খোকসার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আফজাল হোসেন।
এরপর নিহতের পরিবারবর্গ, খোকসা জামায়াতে নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে যান কবরস্থানে। কবরস্থানে পৌঁছে নিহত ৪ শিক্ষার্থীর কবর জিয়ারত করা হয়। এছাড়াও নিহত পরিবারগুলোর পাশে সব সময় থাকার আশ্বাস দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
- আরও পড়ুনঃ মধুখালীতে কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ রফিক উদ্দিন, রবিন হোসেন, খোকসা উপজেলার জামায়াতের আমীর নজরুল ইসলাম সেক্রেটারি মাওলানা আইন উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর আগে গত রোববার সকালে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুটিপাড়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয় চার শিক্ষার্থী।
প্রিন্ট