‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ-২০২৪’ এর প্রতিপাদ্যকে সামনে রেখে হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে দশটায় হাতিয়া উপজেলা সদরে রিক এরিয়া অফিসের উদ্যেগে প্রবীণদের নিয়ে এক র্যালির আয়োজন করে। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইমরান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন হাতিয়া রিক এর এরিয়া ম্যানেজার মো. ফরিদুল আলম। উপস্থিত প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক মো. শফিউল আলম, একেএম কামাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি মো. ইমরান হোসেন বলেন, প্রবীণদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক কনভেনশন এখন সময়ের দাবি। প্রবীনভাতার পরিমান বৃদ্ধি ও সংখ্যা বাড়ানো, তাদের পৃথক যানবাহন, স্বাস্থ্যসেবায় অভিগম্যতা বৃদ্ধি, নবীনের উদ্দীপনা ও প্রবীণের অভিজ্ঞতার সমন্বয় ও জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মর্যাদাপূর্ণ প্রবীণ জীবন নিশ্চিতে সকলের ভূমিকা রাখতে হবে। প্রবীণদের এ সকল মান মর্যাদা অক্ষুন্ন রাখতে রিক প্রবীণ কল্যানে কর্মকান্ড অব্যাহত রাখছে।
সভায় শাখা ব্যবস্থাপক আকতার উজ্জামানের উপস্থাপনায় আন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন, দীপঙ্কর খিসা, মো. আনিছুর রহমান প্রমূখ