বর্ণাঢ্য আয়োজনে সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিলো- কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তর আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আতাহার আলী,সমাজ সেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান,মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন।