কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ১ জন। এলাকাবাসী জানায়, ঢাকা থেকে আসা দ্রুতগতিসম্পন্ন মাইক্রোবাসের চাপায় মক্তবের ৪ কোরআন শিক্ষার্থী স্কুল ছাত্রী মৃত্যুবরণ করেছেন এ সময় অন্তত ১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিম খাতুন (১১), পালন শেখের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী জমজ দুই বোন নুসরাত জাহান মারিয়া (১৩) ও তানজিলা (১৩) এবং হেলাল শেখের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী যুথি খাতুন (১১)।
আহত ১ জন হলেন আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)। আহত নিহত এদের সকলের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুচিপাড়া গ্রামে।
এদের মধ্যে থেকে হানিফ শেখের মেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং পালান শেখের মেয়ে তানজিলাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে জানান হাসপাতালে কর্তব্যরত ডাক্তার শাহিনা খানম। বাকি আহত ৩ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করলে তাদের মধ্য থেকে হেলাল শেখের যুথি ও চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ আননুর জায়েদ জানান ঘটনার সাথে সাথে দুর্ঘটনায় স্থলে পৌঁছায় একটি দুঃখজনক ব্যাপার, আমরা তদন্ত করে দেখছি অপরাধীদের যথাযথ ভাবে আইনের আওতায় আনা হবে। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় দুঃখের ছায়া নেমে এসেছে।