ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস সদরপুর উপ-শাখার আয়োজনে দাওয়াতি মিছিলটি উপজেলার বেপারী বাড়ী মোড় হতে শুরু হয়ে সদরপুর প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, ফরিদপুর জেলা যুব মজলিসের অফিস বিভাগের সম্পাদক মাওলানা আবু নাঈম, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রবিউল ইসলাম এবং সদস্য মাওলানা শাকের আজিজ ও সদস্য মাওলানা নাসির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সেক্রেটারী মুফতী মামুনুর রশীদ, যুব মজলিস সদরপুর উপ-শাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম, সেক্রেটারী মুফতী জাবের হুসাইন, সহ-সভাপতি আক্কাস আলী মাষ্টার, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাসরূর, বাইতুল মাল সম্পাদক মিজানুর রহমান, চরবিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মিজানুর রহমান রাজী, সাবেক সেক্রেটারী মুফতী আবু আব্দুল্লাহ প্রমুখ।
মিছলের শ্লোগান ছিল, ‘যুব মজলিস দিচ্ছে ডাক- যুব সমাজ জাগরে জাগ’, ‘মুক্তির রাজপথ- ইসলামী খেলাফত’, ‘মাওলানা মামুনুল হকের সালাম নিন- যুব মজলিসে যোগদিন’, ‘মামুনুল হকের সালাম নিন- বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদিন’, ‘মামুনুল হক আসছে – রাজপথ কাঁপছে’ ইত্যাদি।
দাওয়াতী মিছিল উত্তর সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন ও দুআ পরিচালনা করেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।
বৃষ্টিবিঘ্নিত আবহাওয়াকে উপেক্ষা করে যুব মজলিসের শত শত কর্মী ও সমর্থকদের মিছিলে অংশগ্রহণে করতে দেখা গেছে।