ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীসহ নেতাকর্মীদের উপর গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে যশোরে গণসমাবেশ করবে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।
আগামীকাল (২২ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৩টায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্জ্ব অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। সমাবেশে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।