কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল বিএ মাদ্রাসায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশ প্রাপ্ত তিন শিক্ষকের যোগদান করেছেন।
১৮ সেপ্টেম্বর বুধবার সঙ্গে সকাল ১০ টায় মাদ্রাসার অফিস কক্ষে যোগদান পত্র প্রতিষ্ঠান প্রধান মাওলানা জায়েদুর রহমানের হাতে দিয়ে যোগদান করেন।
এ সময় মাদ্রাসায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা শাহ আলম মিয়া, সহ-সভাপতি আশরাফুল আলম, বিদ্যুৎসাহী মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট নওশের আলী মোল্লা, সদস্য আব্দুল মোত্তালেব সহ অন্যান্য অভিভাবক বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর ইসলাম ও মাদ্রাসার সকল শিক্ষক মহোদয়গণ।
অত্র প্রতিষ্ঠানে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নুনখাওয়া ইউনিয়নের কয়ছার আলীর পুত্র মাওলানা তাউফিকুল ইসলাম, পৌরসভার বালাটারী গ্রামের আব্দুল মজিদ সরকারের পুত্র ইংরেজি প্রভাষক সেলিম রেজা, রায়গঞ্জ ইউনিয়নের রাঙ্গালীরবস গ্রামের আহসানুল্লাহ এর মেয়ে সহকারী মৌলভী আক্তারুন্নাহার।