শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ হিন্দু জাগরনী মঞ্চ,খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলা সদরের শাপলা চত্বরে একযোগে দেশব্যাপী হিন্দু নির্যাতন, ঘর-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
প্রশাসনের উপস্থিতিতে দেশব্যাপী সংখ্যালঘু অনুষ্ঠিত এই সমাবেশ ও মানববন্ধনে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কথা দিয়েছিলো সনাতনী সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়ন করা হবে।
এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও দুঃখের ব্যাপার কোন দাবী যেমন বাস্তবায়ন হয়নি তেমন মেনেও নেয়নি।
বক্তারা আরও বলেন, এরকম সাম্প্রদায়িক হামলা হতে থাকলে দেশের স্বাভাবিক মর্যাদা, অসাম্প্রদায়িক চরিত্র ও গণতন্ত্রের বিকাশমান ধারা কোনো কিছুই থাকবে না। এসব ঘটনায় সনাতনীরা খুবই আতঙ্কগ্রস্ত।
আমাদের একটাই কথা৷ এই বাংলায় আমরা সবাই এক সবাই এই মাটির সন্তান এখানে কোন ভেদাভেদ থাকবেনা।
সংখ্যালঘুদের উপর এই অত্যাচার,হামলা হতে থাকলে অব্যাহত থাকবে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।