বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে ১শ’ পরিবারের মাঝে ৩শ’টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৯জুন)সকালে উপজেলার চড়ইকোল উচ্চ বিদ্যালয় চত্বরে এএলআরডি’র সহায়তায় চাটমোহরস্থ বেসরকারি সংস্থা এলডিও’র উদ্যোগে এই চারা বিতরণ করা হয়।
এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সভাপতিত্বে ও মোঃ ইসরাইল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,এলডিও’র কর্মকর্তা,ভূমিহীন নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট